রুখসানা রিমি :
স্রোতের ধর্ম আনমনে বয়ে চলা-
নদীকে ঋদ্ধ করা, প্রফুল্ল করা।
মেঘের ধর্ম বৃষ্টি হয়ে ঝরা-
মাটিকে সজীব করা, উর্বর করা।
ফুলের ধর্ম বিকশিত হওয়া
প্রকৃতিকে স্নিগ্ধ করা, মুগ্ধ করা।
চাঁদের ধর্ম জোছনা ছড়ানো
রাতকে স্বচ্ছ করা, মোহিত করা।
পাখির ধর্ম সংগীত বন্দনা
সকাল-সন্ধ্যাকে মুখরিত করা।
আমার ধর্ম তোমাকে ভালবাসা
তোমার সৃষ্টিকে সার্থক করে তোলা।