বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নানা নাটকীয়তা, বয়কট আর শেষ মুহূর্তে প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রকাশিত হবে বোর্ড পরিচালক পদে ভোটগ্রহণের প্রাথমিক ফলাফল। এরপর পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুই সহসভাপতি। রাত ৯টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফল ঘোষণা করার কথা রয়েছে।

ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নির্বাচনী কেন্দ্র। তবে ভোটের ঠিক আগের রাতেও ক্লাব ক্যাটাগরি থেকে আরও একজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের আগের রাতে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফায়াজুর রহমান ভুঁইয়া।

 

এর আগে লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে তাদের নাম থাকছে। শেষ মুহূর্তে আদালতের রায়ে ইফতেখার রহমান মিঠু নতুন করে এই ক্যাটাগরিতে প্রবেশ করায় বর্তমানে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।

 

অন্যদিকে, বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ১০টি পদের মধ্যে ইতিমধ্যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বাকি পদগুলোতে চলছে ভোটের লড়াই। বিশেষ ক্যাটাগরি (ক্যাটাগরি-৩) থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।

 

মোট ১৫৬ জন ভোটারের হাতে রয়েছে আগামী চার বছরের জন্য বিসিবির পরিচালক নির্বাচনের ভাগ্য। এই ভোটারদের মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দিচ্ছেন, আর বাকি ৫৮ জন ভোট দিচ্ছেন ই-ব্যালটের মাধ্যমে।

 

এক নজরে বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র

 

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ)- মোট ভোটার সংখ্যা ৩৫ জন, ই-ব্যালট সংখ্যা ১৯ জন।
ক্যাটাগরি-২ (ক্লাব)- মোট ভোটার সংখ্যা ৭৬ জন,ই-ব্যালট সংখ্যা ৩৪ জন।
ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা)- মোট ভোটার সংখ্যা ৪৫ জন, ই-ব্যালট সংখ্যা ৫ জন।
মোট- ভোটার সংখ্যা  ১৫৬ জন, ই-ব্যালট সংখ্যা ৫৮ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

» জামায়াত সর্বোচ্চ আসনে জয় পেলে দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হবো কি না: জামায়াত আমির

» খালেদা জিয়ার কবরে তারেক রহমানের শ্রদ্ধা

» সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন

» মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত জুলাইযোদ্ধা শফিকুল

» সন্ধ্যা থেকে বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

» প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ

» ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ফেয়ার ফেস হোল্ডিংস-এর বিশেষ ছাড়

» জামালপুরে ৬ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

» মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নানা নাটকীয়তা, বয়কট আর শেষ মুহূর্তে প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রকাশিত হবে বোর্ড পরিচালক পদে ভোটগ্রহণের প্রাথমিক ফলাফল। এরপর পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুই সহসভাপতি। রাত ৯টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফল ঘোষণা করার কথা রয়েছে।

ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নির্বাচনী কেন্দ্র। তবে ভোটের ঠিক আগের রাতেও ক্লাব ক্যাটাগরি থেকে আরও একজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের আগের রাতে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফায়াজুর রহমান ভুঁইয়া।

 

এর আগে লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে তাদের নাম থাকছে। শেষ মুহূর্তে আদালতের রায়ে ইফতেখার রহমান মিঠু নতুন করে এই ক্যাটাগরিতে প্রবেশ করায় বর্তমানে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।

 

অন্যদিকে, বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ১০টি পদের মধ্যে ইতিমধ্যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বাকি পদগুলোতে চলছে ভোটের লড়াই। বিশেষ ক্যাটাগরি (ক্যাটাগরি-৩) থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।

 

মোট ১৫৬ জন ভোটারের হাতে রয়েছে আগামী চার বছরের জন্য বিসিবির পরিচালক নির্বাচনের ভাগ্য। এই ভোটারদের মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দিচ্ছেন, আর বাকি ৫৮ জন ভোট দিচ্ছেন ই-ব্যালটের মাধ্যমে।

 

এক নজরে বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র

 

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ)- মোট ভোটার সংখ্যা ৩৫ জন, ই-ব্যালট সংখ্যা ১৯ জন।
ক্যাটাগরি-২ (ক্লাব)- মোট ভোটার সংখ্যা ৭৬ জন,ই-ব্যালট সংখ্যা ৩৪ জন।
ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা)- মোট ভোটার সংখ্যা ৪৫ জন, ই-ব্যালট সংখ্যা ৫ জন।
মোট- ভোটার সংখ্যা  ১৫৬ জন, ই-ব্যালট সংখ্যা ৫৮ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com