ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :সামাজিক মাধ্যম সয়লাব সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের অন্তরঙ্গ ছবি। যা নজর এড়ায়নি অভিনেত্রীর। সম্প্রতি ভাইরাল ছবিগুলো ভুয়া দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বচ্চন পরিবারের বউ। তার রেশ কাটতে না কাটতেই আবার দিল্লি হাইকোর্টে অভিনেত্রী ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চন।
সামাজিকভাবে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলে গুগলের বিরুদ্ধে ৪ কোটি টাকার মামলা করেছেন ঐশ্বর্য-অভিষেক। ১৫০০ পৃষ্টার অভিযোগ পত্রে বলা হয়েছে, অভিষেক-ঐশ্বর্যর ছবি ব্যবহার করে কফি মগ, টি-শার্ট তৈরি করা হচ্ছে। এছাড়া এআই দিয়ে তৈরি অন্তরঙ্গ ছবি নেটপাড়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। নামসর্বস্ব এইসব ওয়েবসাইট ও ইউটিউবের লিঙ্ক অভিযোগ পত্রে দেওয়া হয়েছে।
বলিউড সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, আদালতে জমা দেওয়া লিঙ্কগুলোতে রয়েছে, সালমান-ঐশ্বরিয়া একসঙ্গে নৈশভোজ, অন্তরঙ্গসহ নানা অপ্রীতিকর ভিডিও।। এছাড়া অন্যেরস্ত্রীর মুখে চুমু বসাতে দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে! যা ভিউ বাড়ানোর লক্ষ্যে এআই দিয়ে বানানো হয়েছে।
অভিষেক-ঐশ্বরিয়া অভিযোগের প্রেক্ষিতে রায় দিয়েছেন দিল্লি হাই কোর্ট। ইতোমধ্যে ৫১৮টি ওয়েবসাইটের লিঙ্ক সরানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালত তার রায়ে উল্লেখ করেছেন, কৃত্তিম বুদ্ধিমত্তার অপব্যবহারে বচ্চন পরিবারের শুধু আর্থিক ক্ষতিই হয়নি, পাশাপাশি তাঁদের মানহানি করার চেষ্টা হয়েছে। যা কোনো কাম্য নয়। তাছাড়া বিনা অনুমতিতে কোনো বিজ্ঞাপনী ছবি-ভিডিওতে তারকামুখ ব্যবহার করা হলে ক্রেতারাও বিভ্রান্তির শিকার হতে পারেন।