ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত কেজি গাঁজাসহ হোসেন মনা (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জপুল কাঠপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল ইসলাম। এসময় গ্রেফতার হোসেন মনার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গ্রেফতারকৃত হোসেন মনার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রয়েছে।
এএসআই রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসেন মনাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক এক লাখ চল্লিশ হাজার টাকা। হোসেন মনার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।