ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মিরপুরের পল্লবী এলাকায় বাবার সামনে ছুরিকাঘাতে ছেলেকে খুন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় পল্লবী পুরান থানার সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, এ ঘটনায় ছুরিকাঘাত করা ব্যক্তি ও নিহত যুবক পূর্ব পরিচিত।
নিহত মো. রিফাত (২৮) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার উত্তর শালদোর গ্রামের মো. সাগর মিয়ার ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি গার্মেন্টসে চাকরি করত।
এলাকাবাসী জানান, বিকেলের দিকে পল্লবী পুরান থানার সামনে নিহত রিফাত হেঁটে যাচ্ছিলো। এ সময় তার বাবা সঙ্গে ছিল। হঠাৎ কয়েকজন এসে তাকে ভিড় করে ধরে ছুরিকাঘাত করে। ওই সময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিফাতের মা ফাতেমা খাতুন জানান, বিকেলের দিকে বাসায় ফেরার পথে পল্লবী থানার সামনে অজ্ঞাতনামা তিন থেকে চারজন দুর্বৃত্ত তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কে বা কারা এ কাজটি করল তা আমি কিছুই জানি না।
এ ঘটনায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, আজকে পল্লবী পুরান থানার সামনে এক যুবককে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের সময় তার বাবা সঙ্গে ছিলেন। এ ঘটনা যারা ঘটিয়েছে তারা এবং নিহত যুবক পূর্ব পরিচিত। কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা আসামি গ্রেফতারের পর জানা যাবে।







