ফিলিস্তিনিকে এখনই স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডাসহ ১০ দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনই এ ধরনের পদক্ষেপন নিচ্ছে না নিউজিল্যান্ড।

 

এরই মধ্যে দেশটি নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছে, নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না, তবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন- তীব্র যুদ্ধের মধ্যে, হামাস গাজার কার্যত সরকার হিসেবে রয়ে গেছে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনও স্পষ্টতা না থাকায় ফিলিস্তিনের ভবিষ্যত রাষ্ট্র সম্পর্কে অনেক প্রশ্ন রয়ে গেছে। তাই নিউজিল্যান্ডের পক্ষে এই মুহূর্তে স্বীকৃতি ঘোষণা করা বুদ্ধিমানের কাজ হবে না।

 

তিনি আরও বলেন, আমরা আরও উদ্বিগ্ন যে, বর্তমান পরিস্থিতিতে স্বীকৃতির উপর জোর দেওয়া হলে, ইসরায়েল এবং হামাসকে আরও বেশি একগুঁয়ে অবস্থানে ঠেলে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা জটিল হতে পারে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের এই অবস্থান দেশটির ঐতিহ্যবাহী অংশীদার অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দেশগুলো গত রবিবার ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য জাতিসংঘের ১৪০টিরও বেশি দেশের সঙ্গে একত্রিত হয়েছে, যারা অধিকৃত অঞ্চল থেকে একটি স্বাধীন আবাসভূমি গঠনের ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

 

শুক্রবার নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিউজিল্যান্ড এমন এক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আশা করছে যখন বর্তমান পরিস্থিতি শান্তি ও আলোচনার জন্য আরও বেশি সম্ভাবনা তৈরি করবে।

 

নিউজিল্যান্ডের বিরোধী দল লেবার পার্টি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি দেশকে ইতিহাসের ভুল দিকে ঠেলে দেবে।

 

লেবার পার্টির বিদেশ বিষয়ক মুখপাত্র পিনি হেনারে বলেন, সরকারের এমন সিদ্ধান্তে পুরো নিউজিল্যান্ড আজ হতাশ। তার মতে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বা স্থায়ী শান্তি সম্ভব নয়। সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কুমিল্লার মনোনয়ন ফরম আমি নিইনি, ঢাকা-১০ এ প্রার্থী হচ্ছি: আসিফ

» পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ কর্মকর্তার কবর জিয়ারত করলেন তারেক রহমান

» প্রথম আলো-ডেইলি স্টারে হামলা বাকস্বাধীনতার ওপর আঘাত

» ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ, চলছে জোর প্রস্তুতি

» এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

» হাদি হত্যার বিচারের দাবীতে শাহবাগ থেকে যমুনা ও সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলো ইনকিলাব মঞ্চ

» বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক এটা ভারত চায় না : মাহমুদুর রহমান

» সংবর্ধনাস্থলে ক্ষতি পুষিয়ে নিতে বিএনপির বৃক্ষরোপণ

» ৪ মাদক কারবারি গ্রেফতার

» তিন দিনে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩১৪৬ মামলা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফিলিস্তিনিকে এখনই স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডাসহ ১০ দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনই এ ধরনের পদক্ষেপন নিচ্ছে না নিউজিল্যান্ড।

 

এরই মধ্যে দেশটি নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছে, নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না, তবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন- তীব্র যুদ্ধের মধ্যে, হামাস গাজার কার্যত সরকার হিসেবে রয়ে গেছে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনও স্পষ্টতা না থাকায় ফিলিস্তিনের ভবিষ্যত রাষ্ট্র সম্পর্কে অনেক প্রশ্ন রয়ে গেছে। তাই নিউজিল্যান্ডের পক্ষে এই মুহূর্তে স্বীকৃতি ঘোষণা করা বুদ্ধিমানের কাজ হবে না।

 

তিনি আরও বলেন, আমরা আরও উদ্বিগ্ন যে, বর্তমান পরিস্থিতিতে স্বীকৃতির উপর জোর দেওয়া হলে, ইসরায়েল এবং হামাসকে আরও বেশি একগুঁয়ে অবস্থানে ঠেলে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা জটিল হতে পারে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের এই অবস্থান দেশটির ঐতিহ্যবাহী অংশীদার অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দেশগুলো গত রবিবার ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য জাতিসংঘের ১৪০টিরও বেশি দেশের সঙ্গে একত্রিত হয়েছে, যারা অধিকৃত অঞ্চল থেকে একটি স্বাধীন আবাসভূমি গঠনের ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

 

শুক্রবার নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিউজিল্যান্ড এমন এক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আশা করছে যখন বর্তমান পরিস্থিতি শান্তি ও আলোচনার জন্য আরও বেশি সম্ভাবনা তৈরি করবে।

 

নিউজিল্যান্ডের বিরোধী দল লেবার পার্টি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি দেশকে ইতিহাসের ভুল দিকে ঠেলে দেবে।

 

লেবার পার্টির বিদেশ বিষয়ক মুখপাত্র পিনি হেনারে বলেন, সরকারের এমন সিদ্ধান্তে পুরো নিউজিল্যান্ড আজ হতাশ। তার মতে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বা স্থায়ী শান্তি সম্ভব নয়। সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com