ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে পাঁচ হাজার ৭০০ পিস ইয়াবাসহ নাজমুল হোসাইন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বেলা ২টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দ্দারপাড়ার এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লি.-এর সামনে থেকে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের জানান, জেলার সব ইউনিট একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে একাডেমি মোড় থেকে বড়বাজার যাওয়ার পথে জোয়ার্দ্দারপাড়ায় এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস-এর সামনে থেকে নাজমুল হোসাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী পালিয়ে যায়।
পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামির হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো ৩০ প্যাকেট থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।







