গাজামুখী নৌবহরে ড্রোন হামলা, সুরক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন

ছবি সংগৃহীত

 

মানবিক সাহায্য নিয়ে গাজার দিকে ছুটছে সুমুদ নৌবহর। বারবার সেই বহরের ওপর ড্রোন হামলার মতো ঘটনা ঘটছে। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইতালি এবং স্পেন নৌবাহিনী পাঠাচ্ছে।

 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রায় ৫০টি বেসামরিক জাহাজ নিয়ে এগোচ্ছিল। ফ্লোটিলার পক্ষ থেকে বুধবার রাতে দাবি করা হয়, ইসরায়েলি ড্রোন ও অন্যান্য বিমান তাদের জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

জাহাজগুলোতে থাকা যাত্রীরা জানান, নিচু দিয়ে উড়ে আসা ড্রোনগুলি তাদের নৌকাগুলির কাছাকাছি এবং উপরে ‘ফ্ল্যাশব্যাং’-এর মতো বিস্ফোরক এবং অন্যান্য অশনাক্ত বস্তু ফেলেছে। এছাড়াও, ইচ্ছাকৃত রেডিও জ্যামিংয়ের কারণে জাহাজগুলির মধ্যে যোগাযোগে ব্যাপক বাধা সৃষ্টি হয়।

 

হামলার খবর সামনে আসতেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তার দেশের নৌবাহিনী ইতালির সঙ্গে যোগ দিয়ে ফ্লোটিলাকে সুরক্ষা দিতে যুদ্ধজাহাজ পাঠাবে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন অবশ্যই মানতে হবে এবং এই সাহায্য মিশনে অংশ নেওয়া ৪৫টি দেশের নাগরিকদের ভূমধ্যসাগরে নিরাপদে চলাচলের পূর্ণ অধিকার রয়েছে।

 

সানচেজ বলেন, স্পেন সরকার দাবি জানাচ্ছে যে আন্তর্জাতিক আইন মেনে চলা হোক এবং স্পেনের নাগরিকদের নিরাপদে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার অধিকারকে সম্মান করা হোক। তিনি আরও জানান, আগামীকাল (বৃহস্পতিবার) আমরা কার্টাহেনা থেকে একটি নৌ জাহাজ পাঠাব, যার কাছে ফ্লোটিলাকে সহায়তা করার বা উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম থাকবে।

 

এদিকে, ইতালির নৌবাহিনী জানিয়েছে যে তারা ফ্লোটিলার যেকোনো সম্ভাব্য উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি ফ্রিগেট পাঠাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো এই রাতের হামলার তীব্র নিন্দা করেছেন। ফ্লোটিলায় ইতালির বামপন্থী বিরোধী দলের দুইজন আইনপ্রণেতাও রয়েছেন।

 

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বিষয়টিতে গুরুত্ব আরোপ করে বলেন, ফ্লোটিলায় মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং সুইডিশ জলবায়ু প্রচারক গ্রেটা থুনবার্গের পাশাপাশি ইতালির নাগরিক, আইনপ্রণেতা এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও রয়েছেন।

 

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইতোমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছিল যে তাদের যেকোনো অভিযান আন্তর্জাতিক আইন এবং সম্পূর্ণ সতর্কতার নীতি মেনে পরিচালিত হতে হবে। সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

» সুন্দরবনে ‘রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ তিন দিনের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার             

» তরুণদের জন্য রাইজ এখন এআই–চালিত ডিজিটাল হাব

» বড়াইগ্রাম উপজেলা পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন 

» ব্র্যাক ব্যাংক ও গ্লোবাল অন্ট্রপ্রেনারশিপ নেটওয়ার্কের উদ্যোগে ৬৫ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ

» সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জে নিষিদ্ধ পলিথিনে সয়লাব, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ        

» এখন দেশজুড়ে শুরু হয়েছে রিয়েলমি ১৫টি ফাইভজির ফার্স্ট সেল!

» ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

» জনবল নিয়োগে স্বচ্ছতা-জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : তথ্য সচিব

» শিক্ষকদের যৌক্তিক দাবিটি অবশেষে মেনে নিয়েছে, সরকারকে ধন্যবাদ: জামায়াত আমীর

উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজামুখী নৌবহরে ড্রোন হামলা, সুরক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন

ছবি সংগৃহীত

 

মানবিক সাহায্য নিয়ে গাজার দিকে ছুটছে সুমুদ নৌবহর। বারবার সেই বহরের ওপর ড্রোন হামলার মতো ঘটনা ঘটছে। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইতালি এবং স্পেন নৌবাহিনী পাঠাচ্ছে।

 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রায় ৫০টি বেসামরিক জাহাজ নিয়ে এগোচ্ছিল। ফ্লোটিলার পক্ষ থেকে বুধবার রাতে দাবি করা হয়, ইসরায়েলি ড্রোন ও অন্যান্য বিমান তাদের জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

জাহাজগুলোতে থাকা যাত্রীরা জানান, নিচু দিয়ে উড়ে আসা ড্রোনগুলি তাদের নৌকাগুলির কাছাকাছি এবং উপরে ‘ফ্ল্যাশব্যাং’-এর মতো বিস্ফোরক এবং অন্যান্য অশনাক্ত বস্তু ফেলেছে। এছাড়াও, ইচ্ছাকৃত রেডিও জ্যামিংয়ের কারণে জাহাজগুলির মধ্যে যোগাযোগে ব্যাপক বাধা সৃষ্টি হয়।

 

হামলার খবর সামনে আসতেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তার দেশের নৌবাহিনী ইতালির সঙ্গে যোগ দিয়ে ফ্লোটিলাকে সুরক্ষা দিতে যুদ্ধজাহাজ পাঠাবে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন অবশ্যই মানতে হবে এবং এই সাহায্য মিশনে অংশ নেওয়া ৪৫টি দেশের নাগরিকদের ভূমধ্যসাগরে নিরাপদে চলাচলের পূর্ণ অধিকার রয়েছে।

 

সানচেজ বলেন, স্পেন সরকার দাবি জানাচ্ছে যে আন্তর্জাতিক আইন মেনে চলা হোক এবং স্পেনের নাগরিকদের নিরাপদে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার অধিকারকে সম্মান করা হোক। তিনি আরও জানান, আগামীকাল (বৃহস্পতিবার) আমরা কার্টাহেনা থেকে একটি নৌ জাহাজ পাঠাব, যার কাছে ফ্লোটিলাকে সহায়তা করার বা উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম থাকবে।

 

এদিকে, ইতালির নৌবাহিনী জানিয়েছে যে তারা ফ্লোটিলার যেকোনো সম্ভাব্য উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি ফ্রিগেট পাঠাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো এই রাতের হামলার তীব্র নিন্দা করেছেন। ফ্লোটিলায় ইতালির বামপন্থী বিরোধী দলের দুইজন আইনপ্রণেতাও রয়েছেন।

 

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বিষয়টিতে গুরুত্ব আরোপ করে বলেন, ফ্লোটিলায় মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং সুইডিশ জলবায়ু প্রচারক গ্রেটা থুনবার্গের পাশাপাশি ইতালির নাগরিক, আইনপ্রণেতা এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও রয়েছেন।

 

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইতোমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছিল যে তাদের যেকোনো অভিযান আন্তর্জাতিক আইন এবং সম্পূর্ণ সতর্কতার নীতি মেনে পরিচালিত হতে হবে। সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com