রুখসানা রিমি :
মাঝে-মধ্যে প্রশ্ন জাগে
এতো অসুন্দরের মাঝে
ফুল কেনো ফোটে?
আকাশে এতো কালো মেঘ
তবু কেনো চাঁদ ওঠে?
পরিবেশ এতো কলুষিত
তবু কেনো বাতাস ছোটে?
বাতাসে এতো কার্বণ
ভোরের পাখিরা তবু কেনো
সূর্যকে স্বাগত জানাতে
আনন্দে মেতে ওঠে?
সর্বত্র এতো অসতের উৎপাত
তবু কেনো যতো বালা-মুসিবত
নিরীহ সুধার কপালে জোটে?
পোড়া মন বলে –
এখনো কোথাও আলো আছে।
এখনো বিলীন হয়ে যায়নি
খাঁটি মানুষের ভালবাসা।
আলো আসবেই….
সুধার বিষণ্ন বারান্দার
ফুলগুলো আবারো
অবুঝ বালিকার মতো হেসে উঠবে।
মিরপুর, ঢাকা