শাহনাজ পারভীন মিতা :
সব রঙ মুছে গেছে ,বিরহিনী রাধা
একাকী কাঁদিছে কে সে ,নব সুর সাধা
নিস্তব্ধ অতলে শোনে ,পদধ্বনি বাজে
জীবন উথলি উঠে ,মুক্তিরই সাজে।
আকাশে বাতাসে ওড়ে ,সাদা কাশফুল
মেঘেরা উড়ে বেড়ায় ,সাগর অকূল,
সেইখনে চুপিচুপি ,তুমি কারে চাও
যারে চাও সেই বলে ,হাত ছেড়ে দাও ।
তপোবনে শুকন্তলা ,কন্যা বিশ্বামিত্র
অভিশাপে কেটে যায় ,বনে প্রাণচিত্র,
কত দিন কত রাত ,সেই তপোবনে
কেটে যায় একাকিনী ,দিন গুনে গুনে।
কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা ,মুদিতেই আঁখি
মোহন বাঁশীর সুরে ,উড়ে যায় পাখি ।