রুখসানা রিমি :
ফুলের অকালে ঝরে পড়া দেখতে দেখতে
ক্লান্ত হয়ে যাচ্ছি। নিকষ বিষণ্নতায়
ডুবে যাচ্ছে প্রত্যাশার আঁচল
জ্ঞানীদের অজ্ঞানতায় বোধের দরোজায়
কড়া নাড়ছে অজানা আশঙ্কা।
ভাবতে পারি না, শোকের এত মিছিল
তবুও অন্ধকার নিয়ে খেলছে
ঘি খাওয়া রুই কাতলাদের চোখ
তবুও কাকের গলাবাজি থামে না
তবুও প্রেমে মাকাল ফলের কদর কমে না
তবুও কবির ঝুলিতে অহঙ্কার কাঁদে না!
এ কেমন অদ্ভুত সুন্দর পৃথিবী পেলাম
যেখানে আলোর শোকে অন্ধকার হাসে
যেখানে প্রেমের ভেলায় ছলনা ভাসে
যেখানে অরণ্য পোড়ে সৌন্দর্যের ক্ষোভে?