শাহনাজ পারভীন মিতা :
যে জীবন তোমার না আমি কেন চাই
যে জীবন আমার না তুমি কেন চাও,
জীবনের দীর্ঘ পথ পুস্প গন্ধে ভাসে
হারায় সে পথ ঝড়ে ভাগ্য পরিহাসে।
কত বৃক্ষ মরে যায় সময় হারায়
কেই বা বাঁচে নিষ্ঠুর জীবনবেলায়,
রঙধনু রঙ দেখি প্রদোষ বেলায়
জীবনকে মেলে ধরি কাব্য কবিতায়।
কবিতারই হিল্লোলে ডুবে যায় মন
সেখানে মৃদঙ্গ বাজে কে সেই সুজন,
নীরোর বাঁশীর সুরে পুড়ছে যে ট্রয়
কবিতা কি কভু হয় জীবন সঞ্চয়।
সঞ্চিত জীবন রস নিত্য দেয় হানা
সেখানেই কবি মন নাহি যায় জানা ।