সোনমের এই খুশির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বামী আনন্দ আহুজাও। স্ত্রীর ছবিতে খুনসুটি করে মন্তব্য করেছেন, ‘এবার দ্বিগুণ ঝামেলা।’ পরক্ষণেই আবার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা।’
সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর। প্রথম সন্তান জন্মের পর থেকেই নিজেকে অভিনয় জগত থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন সোনম। সন্তানের দায়িত্ব ও মাতৃত্ব উপভোগ করতেই এই বিরতি।
সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ দেখা গিয়েছিল তাকে। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর দীর্ঘ ছয় বছর পর সেটিই ছিল তার কামব্যাক সিনেমা।







