ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্নজায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
ইউক্রেনে রুশ অভিযান বিশ্বব্যাপী আলোচনা-মালোচনার জন্ম দিয়েছে। এবার এ বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা
নির্বাসিত এই ধর্মীয় নেতা এক বিবৃতিতে বলেন, “ইউক্রেনে রুশ বাহিনীর এই অভিযানে তিনি গভীরভাবে ব্যথিত।
এ সময় তিনি শান্তির জন্য উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যুদ্ধ সেকেলে ব্যবস্থা। শান্তির জন্য একমাত্র পথ হচ্ছে অসহিংসা।
তিনি আরও বলেন, “সমস্যা এবং মতবিরোধের সবচেয়ে ভাল সমাধান হয় আলোচনার মাধ্যমে। পারস্পরিক সমঝোতা এবং একে অপরের মঙ্গলের প্রতি শ্রদ্ধার মাধ্যমেই প্রকৃত শান্তি আসে।
দালাই লামা বলেন, “আমাদের আশা হারানো উচিত নয়। বিংশ শতাব্দী ছিল যুদ্ধ এবং রক্তপাতের শতাব্দী। একবিংশ শতাব্দী অবশ্যই সংলাপের শতাব্দী হবে। আমি প্রার্থনা করি যে ইউক্রেনে দ্রুত শান্তি ফিরে আসুক।” সূত্র: সিএনএন