বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে বড়াইগ্রাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ভিপি ইব্রাহিম রনি। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি আবু সাঈদ রনি, মসজিদ মিশন একাডেমির জেলা সভাপতি মাওলানা আবুল হোসাইন, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা হাসানুল বান্না উজ্জল এবং জেলা ছাত্রশিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় পাবনার অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।







