সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রামপুলিশের সদস্যদের সঙ্গে গণভোট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় গণভোটের গুরুত্ব, আইনগত দিক, ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাঠপর্যায়ে গ্রামপুলিশের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে গ্রাম পুলিশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক সীমা শারমিন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলামসহ গ্রামপুলিশের সদস্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। পরে গ্রাম পুলিশ সদস্যদের হাতে গণভোট বিষয়ক লিফলেট তুলে দেওয়া হয়।








