লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে গত ১২ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো- জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহম্মেদ পলিন (২৪), সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি মো: হারুন অর রশিদ (৪৯), ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম (৪২), মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: রঞ্জু মিয়া সুজন (৩০), মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান (৩৫), বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সুমন মিয়া (৩৫), সাধুরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো: দুদু মিয়া (৬৫), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: শাহজাহান (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।







