২৫ বছর পর আ.লীগের সম্মেলন শনিবার, বর্ণিল সাজে গফরগাঁও

দীর্ঘ ২৫ বছর পর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ১৯৯৬ সালের নভেম্বর মাসে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনের পর ৫১ সদস্যের কমিটি গঠিত হয়। সর্বশেষ ২০১৭ সালে স্থানীয় তরুণ সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেলকে আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলকে যুগ্ম আহবায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক কাজ কর্ম চলে প্রায় ৫ বছর ধরে। এমনটিই জানানো হয়েছে উপজেলা আ.লীগ থেকে।

২৫ বছর পর হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে। উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলন মঞ্চসহ পৌর শহর ও উপজেলার প্রধান প্রধান সড়ককে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা থেকে গফরগাঁও আসার প্রবেশ পথে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে ২২০টি তোরণ।

 

সম্মেলনের উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

 

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা।

 

সম্মেলন সফল করতে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করা হয়েছে। পৌরসভার চত্বরে ও আলতাফ হোসেন গোলন্দাজ মিলনায়তনে তৈরি করা হয়েছে সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশনের মঞ্চ। উপজেলার শিবগঞ্জ বাজার থেকে গফরগাঁও পর্যন্ত ভালুকা-গফরগাঁও সড়কে, গফরগাঁও-ময়মনসিংহ খান বাহাদুর ইসমাইল সড়কে ত্রিশাল উপজেলার ধলা থেকে গফরগাঁও পর্যন্ত দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। সম্মেলন সফল করতে দিন-রাত কাজ করছেন নেতা-কর্মীরা।

 

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও গফরগাঁওয়ের পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আশা করছি, আমাদের প্রাণ প্রিয় নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নির্দেশনা নিয়ে আমরা গফরগাঁও উপজেলা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সম্মেলন শতভাগ সফল করব।

 

এ ব্যাপারে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, আমার মরহুম পিতা আলতাফ হোসেন গোলন্দাজ তিনবার সংসদ সদস্য ছিলেন। ওই সময় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। দীর্ঘদিন পর গফরগাঁও নৌকার ঘাঁটিতে সম্মেলন হচ্ছে।

 

তিনি আরও বলেন, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ- এখানে কোনো দলীয় কোন্দল নেই। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে গফরগাঁওয়ে। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করে গফরগাঁও আওয়ামী লীগ আরও এগিয়ে যাবে। আরও শক্তিশালী হবে সেটি আশা করছি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা

» ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে : সালাহউদ্দিন

» বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫১৫ জন গ্রেফতার

» আ.লীগ ও জাপার হামলায় আহত রাশেদ খান, নেওয়া হলো হাসপাতালে

» ওসমান হাদীর পোস্টে সারজিস লিখলেন, ‘এ লড়াই আপনার একার নয়’

» গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

» দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না : তাসনিম জারা

» নির্বাচন কমিশনের উদ্দেশে এবি পার্টির কড়া অভিযোগ

» চীনকে যতটা উন্নত ভাবি তার চেয়েও অনেক বেশি উন্নত: সারজিস

» বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবমুখর বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা)আসন    

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৫ বছর পর আ.লীগের সম্মেলন শনিবার, বর্ণিল সাজে গফরগাঁও

দীর্ঘ ২৫ বছর পর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ১৯৯৬ সালের নভেম্বর মাসে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনের পর ৫১ সদস্যের কমিটি গঠিত হয়। সর্বশেষ ২০১৭ সালে স্থানীয় তরুণ সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেলকে আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলকে যুগ্ম আহবায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক কাজ কর্ম চলে প্রায় ৫ বছর ধরে। এমনটিই জানানো হয়েছে উপজেলা আ.লীগ থেকে।

২৫ বছর পর হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে। উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলন মঞ্চসহ পৌর শহর ও উপজেলার প্রধান প্রধান সড়ককে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা থেকে গফরগাঁও আসার প্রবেশ পথে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে ২২০টি তোরণ।

 

সম্মেলনের উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

 

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা।

 

সম্মেলন সফল করতে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করা হয়েছে। পৌরসভার চত্বরে ও আলতাফ হোসেন গোলন্দাজ মিলনায়তনে তৈরি করা হয়েছে সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশনের মঞ্চ। উপজেলার শিবগঞ্জ বাজার থেকে গফরগাঁও পর্যন্ত ভালুকা-গফরগাঁও সড়কে, গফরগাঁও-ময়মনসিংহ খান বাহাদুর ইসমাইল সড়কে ত্রিশাল উপজেলার ধলা থেকে গফরগাঁও পর্যন্ত দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। সম্মেলন সফল করতে দিন-রাত কাজ করছেন নেতা-কর্মীরা।

 

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও গফরগাঁওয়ের পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আশা করছি, আমাদের প্রাণ প্রিয় নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নির্দেশনা নিয়ে আমরা গফরগাঁও উপজেলা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সম্মেলন শতভাগ সফল করব।

 

এ ব্যাপারে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, আমার মরহুম পিতা আলতাফ হোসেন গোলন্দাজ তিনবার সংসদ সদস্য ছিলেন। ওই সময় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। দীর্ঘদিন পর গফরগাঁও নৌকার ঘাঁটিতে সম্মেলন হচ্ছে।

 

তিনি আরও বলেন, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ- এখানে কোনো দলীয় কোন্দল নেই। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে গফরগাঁওয়ে। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করে গফরগাঁও আওয়ামী লীগ আরও এগিয়ে যাবে। আরও শক্তিশালী হবে সেটি আশা করছি।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com