সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় ভাইয়ের স্মৃতি গাঁথা চত্বরে জনসমাবেশে দাঁড়িয়ে রাজনৈতিক যাত্রার অভিষেক ঘটালেন গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ।
বিএনপিতে যোগদানের পর রোববার (৯ নভেম্বর) বগুড়ায় প্রথম রাজনৈতিক সফরে আসেন মীর স্নিগ্ধ।
সফরের শুরুতেই তিনি ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)–এর মাজারে জিয়ারত করেন। পরে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে গাড়িবহরসহ সমাবেশস্থল শহীদ মীর মুগ্ধ স্কয়ারে পৌঁছান তিনি। এর আগে থেকেই কানায় কানায় পূর্ণ সমাবেশপ্রাঙ্গণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্লোগান, ছাত্র-জনতার উচ্ছ্বাসে সৃষ্টি হয় প্রাণময় পরিবেশ। মীর স্নিগ্ধকে একনজর দেখতে চারদিক থেকে ছুটে আসেন হাজারো মানুষ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘বগুড়ায় তারেক রহমানের নির্দেশে মুগ্ধ স্কয়ার বানানোর প্রমাণ দেয় জুলাই গণঅভ্যুত্থান ও বিএনপির সম্পর্ক কী। বেগম খালেদা জিয়া তার সন্তানের লাশের সামনে কেঁদেছেন, আমার মাও সন্তানের লাশের সামনে কেঁদেছেন।’
আওয়ামী লীগের জুলুমের বিচার দেশের জনগণ করবে এবং স্বৈরাচারী হাসিনার বিচারও সম্পন্ন হবে এমন অভিমত ব্যক্ত করেন মীর স্নিগ্ধ। সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়তে তরুণদের বিকল্প নেই জানিয়ে তরুণরাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়বে বলে দৃৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সদ্য বিএনপিতে যোগ দেয়া স্নিগ্ধ।
সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
এ সময় তিনি বলেন, ঢাকা-১৪ আসনে গুমের শিকার সুমন ভাইয়ের বোনের মনোনয়ন পাওয়া ও বিএনপিতে শহীদ মুগ্ধর ভাই শহীস স্নিগ্ধর আগমণ প্রমাণ করে বিএনপি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।







