সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছেন, এবার দেশে ফিরে এসে দলকে পুনর্গঠিত করবেন। চলতি মাসের শেষেই তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশের জনগণ তাকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। বিএনপির নিশ্চিত বিজয় ঠেকাতে ষড়যন্ত্র চলছে। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। যারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।
শহরের পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।







