পলাশ প্রতিনিধি:-নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন অঞ্চলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. মরতুজ আলীর লিখা ‘স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
বইটি যৌথভাবে সম্পাদনা করেন-মোঃআমিরুল হাছান ও মোঃমাইন সরকার।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াশাল পৌর সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ বইটির মোড়ক উন্মোচন করেন পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার।
এসময় নজরুল বিন নূর মোহাম্মদ গালর্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাহাবুব কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন, কাউন্সিলর ইমরান হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মরিয়ম বেগম লিমা,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এসএম মান্নান,ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক-জয়নাল হোসেন,যুগ্ন আহবায়ক-মাহবুব সৈয়দ,ঘোড়াশাল পৌর ছাএলীগের সভাপতি-শমসের খান রুবেল প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
Facebook Comments Box