নিজস্ব সংবাদদাতাঃ মানব কল্যাণ পরিষদের ২১ বছর পূর্তি’র আয়োজনে সফল নারী উদ্যোক্তা হিসেবে গুনীজন সম্মানা পদক পেলেন সালমা সুলতানা।
১২ ফেব্রুয়ারী শনিবার স্হানীয় একটি পার্কে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য এডভোকেট নূরজাহান বেগম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম।
সন্মাননা গ্রহন শেষে নারায়নগঞ্জ টাউন ফেডারেশন এর সভাপতি সালমা সুলতানা বলেন, আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মান্নান ভুইয়া ও পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা সেই সাথে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
Facebook Comments Box