সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ট্রাকচাপায় সিফাত নামে মাদরাসা এক শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ দুপুর ১২টার দিকে সড়কে নেমে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
সপ্তাহের শেষ কর্মদিবসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব আশপাশের সড়কগুলোতেও পড়ায় প্রতিটি সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন মানুষ।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী সাজ্জাদ বলেন, ‘মতিঝিলে অফিসের গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার জন্য বের হয়েছি। রাস্তায় এমন জ্যাম যে বাস থেকে নামতে বাধ্য হয়েছি। কারওয়ানবাজারে যাওয়ার পর বিকল্প উপায়ে যাব।
আরেক পথচারী রাকিব বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু এভাবে পুরো রাস্তা বন্ধ করে দিলে সাধারণ মানুষ কষ্ট পায়। প্রশাসন যদি আগে ব্যবস্থা নিত, এমন অবস্থা হতো না।
গত মঙ্গলবার লরিচাপায় ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদরাসার এক শিক্ষার্থী নিহত হন। এরপরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, বুধবার প্রশাসনের লোকেরা তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।