সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বংশাল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি ছুরি, একটি দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়।
শুক্রবাররাতে অভিযান চালিয়ে বংশালের আরমানিটোলা তিন রাস্তার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
আটককৃতরা হলেন— তাজুল ইসলাম হৃদয় (২৯), আব্দুল গাফফার (৩৮), জনি মোড়ল (২৯), আতাউর রহমান (৩৩) ও শাহিন (২৫)।
র্যাব জানিয়েছে, ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর বংশালে পাঁচজনকে আটক করেছে র্যাব-১০ এবং ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে। ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়ে পরিকল্পনা করার সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যদের আটক করা হয়।