ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের এক বাস থেকে ২১ কেজি ১শ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০), সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩৩ হাজার টাকা।
বুধবার (১৫ অক্টোবর) সকালে র্যাব-১০ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই দম্পতিকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের জোবাইদা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকার মৃত মির্জা আলী মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০) এবং তার স্ত্রী শাহানাজ আক্তার (২৭)।
র্যাব -১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধার করা মাদকসহ গ্রেফতারদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।