ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালীন ৬১ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে এ অভিযান পরিচালিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছে। গত ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে এসব জেলেকে আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, ১৪ দিনে ৭০ কিলোমিটার দীর্ঘ অভয়াশ্রম এলাকায় ৩২টি ভ্রাম্যমাণ আদালত ও ২১৩টি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ১৫টি অবতরণ কেন্দ্র, ১৩৭টি মাছ ঘাট, ৭৩২টি আড়ৎ ও ৪০৩টি বাজার পরিদর্শন করা হয়।
অভিযানে মোট ৪৯৫ কেজি ইলিশ এবং ২ লাখ ৪২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জালের আনুমানিক মূল্য ৫৯ লাখ ২১ হাজার টাকা। আটক করা ৬১ জেলের বিরুদ্ধে ৪২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ‘জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। আমরা শেষ পর্যন্ত কঠোর অবস্থানে থাকবো।’