নামাজ পড়া যাবে না এই ৭ স্থানে: নবীজির নিষেধ

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক  :নামাজ হলো একজন মুমিনের জন্য মেরাজস্বরূপ ইবাদত। নামাজের সঠিক হওয়ার জন্য যেমন পবিত্রতা, নির্ধারিত সময় এবং কেবলামুখী হওয়া জরুরি, তেমনি নামাজ আদায়ের স্থানও গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (স.) কিছু বিশেষ স্থানে নামাজ পড়াকে নিষিদ্ধ করেছেন, যেখানে অপবিত্রতা, অশুচিতা বা শিরকের আশঙ্কা থাকে। এই প্রবন্ধে কোরআন ও হাদিসের আলোকে সেই নিষিদ্ধ স্থানগুলো এবং বিশেষ ব্যতিক্রমসমূহ আলোচনা করা হলো।

নামাজ আদায়ের সাধারণ বিধান

পৃথিবীর প্রায় যেকোনো স্থান নামাজ আদায়ের জন্য উপযুক্ত হতে পারে, যদি তা পরিচ্ছন্ন ও পবিত্র হয়। রাসুলুল্লাহ (স.) বলেন- ‘সমগ্র পৃথিবীকে আমার জন্য মসজিদ ও পবিত্র স্থান বানানো হয়েছে। সুতরাং আমার উম্মত যেন যেকোনো স্থানে নামাজের সময় হলে সেখানেই নামাজ পড়ে নেয়।’ (বুখারি: ৪৩৮)

 

তবুও, শরিয়ত কয়েকটি স্থানে নামাজ পড়াকে নিষিদ্ধ করেছে। সেগুলো নিচে তুলে ধরা হলো।

 

১. ময়লা ফেলার স্থান
অপরিচ্ছন্নতা ও নাপাকির সম্ভাবনা: এ ধরনের স্থানে অপবিত্র বস্তু থাকতে পারে, যা নামাজের পবিত্রতা নষ্ট করে।

২. কসাইখানা
রক্ত ও অপবিত্রতার উপস্থিতি: কসাইখানায় সাধারণত রক্ত থাকে। যদি কোনো অংশ সম্পূর্ণ পবিত্র ও পরিষ্কার হয়, তবেই নামাজ পড়া সম্ভব।

 

৩. কবরস্থান
শিরক ও কবর পূজার সাদৃশ্য: তবে জানাজার নামাজ কবরস্থানে পড়া যায়। যেমনটি রাসুলুল্লাহ (স.) করেছিলেন। (সহিহ বুখারি: ৪৬০)

 

৪. চলাচলের রাস্তা
মানুষের চলাচল বিঘ্নিত ও দুর্ঘটনার সম্ভাবনা: রাস্তায় নামাজ পড়লে চলাচলে সমস্যা হয় এবং নামাজীরও ক্ষতি হতে পারে।

 

৫. গোসলখানা
অপবিত্রতা ও নাপাকি: টয়লেট ও গোসলখানায় সাধারণত নাপাকি থাকে। হাদিসে এমন স্থানে জ্বিনের উপস্থিতির কথাও উল্লেখ আছে।

 

৬. উটের আস্তাবল
পশুর মল-মূত্রের অপবিত্রতা: উটের আস্তাবল সাধারণত নাপাক থাকে।

 

৭. বায়তুল্লাহর ছাদ
কেবলা নির্ধারণে অসুবিধা: বর্তমানে কাবা শরিফের ছাদে নামাজ পড়ার ব্যবস্থা নেই।

ব্যতিক্রম ও বিশেষ পরিস্থিতি

উপরোক্ত নিষিদ্ধ স্থানগুলো সাধারণ পরিস্থিতির জন্য প্রযোজ্য। তবে, বিশেষ পরিস্থিতিতে যেমন: বিকল্প পবিত্র স্থান না পাওয়া, জরুরি অবস্থায় নিরাপত্তার কারণ, নামাজের সময় শেষ হওয়ার উপক্রম ইত্যাদি অবস্থায় এসব স্থানে নামাজ আদায় করা যেতে পারে। তবে পরবর্তীতে তা পুনরায় পড়ার পরামর্শ রয়েছে ইসলামিক স্কলারদের।

 

আধুনিক প্রাসঙ্গিকতা

আজকের সময়ে কিছু নতুন স্থানেও সতর্কতা প্রয়োজন। যেমন, শপিং মলের পার্কিং লট, ফ্যাক্টরি বা কারখানার নির্দিষ্ট অংশ, হাসপাতালের বিশেষ ওয়ার্ড এবং গণপরিবহনের নির্দিষ্ট স্থান।

চূড়ান্ত বার্তা

নামাজ আল্লাহর সাথে সাক্ষাতের মুহূর্ত। তাই নামাজের স্থান নির্বাচনে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। রাসুলুল্লাহ (স.) যে সাতটি স্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন, সেগুলো থেকে যথাসম্ভব দূরে থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য। বিশেষ পরিস্থিতিতে এসব স্থানে নামাজ পড়লে তা সহিহ হবে, কিন্তু নিয়মিতভাবে এসব স্থান এড়িয়ে চলাই উত্তম। কারণ, নামাজ কবুল হওয়ার জন্য শুধু সঠিক পদ্ধতিই নয়, সঠিক স্থানও গুরুত্বপূর্ণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

» এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা

» যুক্তরাষ্ট্রে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

» ছাড়া পেলেন আন্দোলনে আটক শিক্ষকরা

» ‘গণ-অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলে’

» গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব

» গুলশান এলাকার ভোটার হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

» কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু

» শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার: সামান্তা শারমিন

» সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নামাজ পড়া যাবে না এই ৭ স্থানে: নবীজির নিষেধ

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক  :নামাজ হলো একজন মুমিনের জন্য মেরাজস্বরূপ ইবাদত। নামাজের সঠিক হওয়ার জন্য যেমন পবিত্রতা, নির্ধারিত সময় এবং কেবলামুখী হওয়া জরুরি, তেমনি নামাজ আদায়ের স্থানও গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (স.) কিছু বিশেষ স্থানে নামাজ পড়াকে নিষিদ্ধ করেছেন, যেখানে অপবিত্রতা, অশুচিতা বা শিরকের আশঙ্কা থাকে। এই প্রবন্ধে কোরআন ও হাদিসের আলোকে সেই নিষিদ্ধ স্থানগুলো এবং বিশেষ ব্যতিক্রমসমূহ আলোচনা করা হলো।

নামাজ আদায়ের সাধারণ বিধান

পৃথিবীর প্রায় যেকোনো স্থান নামাজ আদায়ের জন্য উপযুক্ত হতে পারে, যদি তা পরিচ্ছন্ন ও পবিত্র হয়। রাসুলুল্লাহ (স.) বলেন- ‘সমগ্র পৃথিবীকে আমার জন্য মসজিদ ও পবিত্র স্থান বানানো হয়েছে। সুতরাং আমার উম্মত যেন যেকোনো স্থানে নামাজের সময় হলে সেখানেই নামাজ পড়ে নেয়।’ (বুখারি: ৪৩৮)

 

তবুও, শরিয়ত কয়েকটি স্থানে নামাজ পড়াকে নিষিদ্ধ করেছে। সেগুলো নিচে তুলে ধরা হলো।

 

১. ময়লা ফেলার স্থান
অপরিচ্ছন্নতা ও নাপাকির সম্ভাবনা: এ ধরনের স্থানে অপবিত্র বস্তু থাকতে পারে, যা নামাজের পবিত্রতা নষ্ট করে।

২. কসাইখানা
রক্ত ও অপবিত্রতার উপস্থিতি: কসাইখানায় সাধারণত রক্ত থাকে। যদি কোনো অংশ সম্পূর্ণ পবিত্র ও পরিষ্কার হয়, তবেই নামাজ পড়া সম্ভব।

 

৩. কবরস্থান
শিরক ও কবর পূজার সাদৃশ্য: তবে জানাজার নামাজ কবরস্থানে পড়া যায়। যেমনটি রাসুলুল্লাহ (স.) করেছিলেন। (সহিহ বুখারি: ৪৬০)

 

৪. চলাচলের রাস্তা
মানুষের চলাচল বিঘ্নিত ও দুর্ঘটনার সম্ভাবনা: রাস্তায় নামাজ পড়লে চলাচলে সমস্যা হয় এবং নামাজীরও ক্ষতি হতে পারে।

 

৫. গোসলখানা
অপবিত্রতা ও নাপাকি: টয়লেট ও গোসলখানায় সাধারণত নাপাকি থাকে। হাদিসে এমন স্থানে জ্বিনের উপস্থিতির কথাও উল্লেখ আছে।

 

৬. উটের আস্তাবল
পশুর মল-মূত্রের অপবিত্রতা: উটের আস্তাবল সাধারণত নাপাক থাকে।

 

৭. বায়তুল্লাহর ছাদ
কেবলা নির্ধারণে অসুবিধা: বর্তমানে কাবা শরিফের ছাদে নামাজ পড়ার ব্যবস্থা নেই।

ব্যতিক্রম ও বিশেষ পরিস্থিতি

উপরোক্ত নিষিদ্ধ স্থানগুলো সাধারণ পরিস্থিতির জন্য প্রযোজ্য। তবে, বিশেষ পরিস্থিতিতে যেমন: বিকল্প পবিত্র স্থান না পাওয়া, জরুরি অবস্থায় নিরাপত্তার কারণ, নামাজের সময় শেষ হওয়ার উপক্রম ইত্যাদি অবস্থায় এসব স্থানে নামাজ আদায় করা যেতে পারে। তবে পরবর্তীতে তা পুনরায় পড়ার পরামর্শ রয়েছে ইসলামিক স্কলারদের।

 

আধুনিক প্রাসঙ্গিকতা

আজকের সময়ে কিছু নতুন স্থানেও সতর্কতা প্রয়োজন। যেমন, শপিং মলের পার্কিং লট, ফ্যাক্টরি বা কারখানার নির্দিষ্ট অংশ, হাসপাতালের বিশেষ ওয়ার্ড এবং গণপরিবহনের নির্দিষ্ট স্থান।

চূড়ান্ত বার্তা

নামাজ আল্লাহর সাথে সাক্ষাতের মুহূর্ত। তাই নামাজের স্থান নির্বাচনে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। রাসুলুল্লাহ (স.) যে সাতটি স্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন, সেগুলো থেকে যথাসম্ভব দূরে থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য। বিশেষ পরিস্থিতিতে এসব স্থানে নামাজ পড়লে তা সহিহ হবে, কিন্তু নিয়মিতভাবে এসব স্থান এড়িয়ে চলাই উত্তম। কারণ, নামাজ কবুল হওয়ার জন্য শুধু সঠিক পদ্ধতিই নয়, সঠিক স্থানও গুরুত্বপূর্ণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com