শাহনাজ পারভীন মিতা :
আলোকচিত্র ,আলো দিয়ে আঁকা ,
হারানো সময়কে ধরে রাখা ,সময়ের সুবর্ণরেখা।
হয়তো সময় হারিয়ে যায়
স্মৃতি বেঁচে থাকে মনের জানালায়
কখনো সেই জানালা খুলে
দূর সমুদ্দুর দোলা দেয় ।
সুন্দর অনুভবে কেটেছে যে সময়
শেষ বিকেলের স্বর্ণালি আভা,
নদীজল ছঁয়ে সমুদ্র মোহনায়
সেখানে খুঁজে ফিরেছে নিজেকে
আত্মজের চোখের তারায় ।
দূর শহর স্কাইলাইন সিয়াটল
শরতের টুকরো টুকরো মেঘ
ভেসে ভেসে ঢেকে দিচ্ছিলো মাউন্ট রেনিয়ারের
ঝকঝকে শ্বেতশুভ্র বরফ চূড়া।
পুজেট সাউন্ড,প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমের একটি শব্দ,
প্রশান্ত মহাসাগরের একটি খাঁড়ি এবং সালিশ সাগরের অংশে
এক অপার অনুভবে দাঁড়িয়ে
শেষ বিকেলের আলো
ছুঁয়ে দিচ্ছিলো শেষ বিকেলের মেয়েটিকে।
পথ চলতে চায় সেই মেয়েটি
মুঠো মুঠো আলো ,শব্দ কুড়ায়
নৈঃশব্দ্য থেকে ,শুধুই কবিতায়
ছড়িয়ে আলো ভালোবাসায় ।
কখনো হারিয়ে যাবে মেয়েটি
সময় বেঁচে থাকবে সময়ের সুবর্ণরেখায়।