কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই রোহিঙ্গা শরনার্থীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ হোসেন ও বদি আলম।
বিয়ষটি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ( এসপি ) তারিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে পুলিশ অভিযান চালিয়ে কথিত ইসলাম গ্রুপের দুই সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র (শাটারগান) উদ্ধার করা হয়।
আসামিদের আইনি ব্যবস্থার নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।