ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত সব আসামিকে আগামি ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। সিসিটিভির ফুটেজ দেখে এজাহারনামীয় সব আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছবি প্রকাশ করতে হবে। অন্যথায় নরসিংদী জেলার এসপি ও মাধবদী থানার ওসির অপসারণের জন্য বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে ক্র্যাবের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল। পাশাপাশি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি বরাবর স্মারকলিপি দেয়া হবে বলে জানান ক্র্যাব সভাপতি।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিফেন্স জার্নালিষ্ট এসোসিয়েশন (ডিজাব), রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক), পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ), ঢাকা মেডিকেল রিপোর্টার্স এসোসিনয়েশন (ডিএমআরএ), ট্রান্সপোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন (টিআরএ), ঢাকা জার্নালিষ্ট কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মন্ডল, ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খান, ক্র্যাবের সাবেক সহ-সভাপতি শাহীন আব্দুল বারী, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি ইকরামুল কবীর টিপু, জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোমিন হোসেন, ক্র্যাবের সহ-সভাপতি জিয়া খান, বিএসআরএফ সভাপতি মাসুদুল হক, বিএসআরএফ সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল, এলআরএফ সভাপতি হাসান জাবেদ, ডিজাব সভাপতি মো. আলমগীর হোসেন, র্যাক সভাপতি সাফিউদ্দিন আহমেদ, র্যাক সাধারণ সম্পাদক তাবারুল হক, পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেন, পিআরএফ সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, ট্রান্সপোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি আজিজুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।








