ফাইল ছবি
অনলাইন ডেস্ক : অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, আদাবর, কলাবাগান, যাত্রাবাড়ী, দক্ষিণখান, শাহবাগ ও বানানী থানা পুলিশ।
এর মধ্যে সূত্রাপুর থানা একজন, মোহাম্মদপুর থানা চারজন, খিলগাঁও থানা তিনজন, হাজারীবাগ থানা একজন, আদাবর থানা একজন, কলাবাগান থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, দক্ষিণখান থানা দুইজন, শাহবাগ থানা একজন ও বানানী থানা একজনকে গ্রেফতার করেছে।
সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) সূত্রাপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম লাহা উদ্দিন (৩০)।
অপরদিকে মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. সাঈদ হোসেন (২৩). মো. আসিফ (২৬), মো, হোসাইন (২৭) ও মো, মুন্না (৪৫)।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) খিলগাঁও থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. কামাল হোসেন (২৭), মো, শাহ আলম ওরফে রবিন (২৪) ও মো. মুনতাছির উদ্দিন (৩৩)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- নূর হোসেন (৪২)।
আদাবর থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) আদাবর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- মো. আ. সোবাহান (১৯)।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম— মো. রাসেল ওরফে আব্দুল মমিন (২১)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো আবুল হোসেন (৬০), মো. মিজান (২০), ওসামা শেখ পরভেজ (২২), মো আলমগীর (২৯) ও মো. আরিফ দফাদার (৩০)।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) দক্ষিণখান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে গ্রেফতার করে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- রাজিব ওরফে কানা রাজিব (২৮) ও মো. এরশাদ (৩৩)।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) শাহবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- মো. রাসেল হোসেন (৩০)।
বনানী থানা সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) বনানী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- শ্যামল চন্দ্র দাস (৪০)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।








