ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাইবান্ধায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার বিকালে রংপুরের পলাশবাড়ী উপজেলার আসমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদুল ইসলাম একই এলাকার মৃত আছর উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম পলাশবাড়ী উপজেলার আসমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পুকুরপাড় থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, রাশেদ আন্তঃজেলা ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ থানায় পাঁচটি ও গাইবান্ধার সাদুল্লাপুর থানায় একটিসহ ছয়টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।








