ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দশআনি গ্রামে তোঁতা মিয়ার ছেলে মজনু (৩৫) ও ছয়আনি গ্রামে বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।
স্থানীয়দের অভিযোগ, রবিবার রাত ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দ্বীন ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে ধরে ফেলেন। এরপর উত্তেজিত গ্রামবাসী চোরদের ধরে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হন মজনু ও দ্বীন ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা আছে। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








