ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পাকিস্তানের জনবহুল শহর করাচির শপিংমলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। শনিবারের আগুনের ঘটনায় এখনও ৬০ জন নিখোঁজ রয়েছেন।
দমকল বাহিনী সোমবারও দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
পুলিশ সার্জন ড. সুমাইয়া সায়েদ বলেছেন, মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১১। করাচি মেয়র মুর্তজা ওয়াহাব বলেছেন, রবিবারও ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
গত শনিবার গভীর রাতে ব্যবসায়িক অঞ্চলের শপিংমলটিতে আগুনের ঘটনা ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় দমকল বাহিনী ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আগুনে জ্বলতে দেখা যায়।
দমকল বাহিনী জানিয়েছে, ভবনের পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় ধোঁয়া ঘন হয়ে শপিংমল ভর্তি হয়ে যায়। যা ভেতরে আটকা পড়া মানুষদের কাছে পৌঁছানো কঠিন করে তোলো।
উদ্ধারকর্মীরা জানান, প্রায় ৩৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ভবনটির মূল অংশ আগুনে পুড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রবিবার সন্ধ্যার দিকে ভবনের একটি অংশ ধসে পড়ে। যার ফলে বিপুল ধাতু ও ধ্বংসাবশেষ রাস্তার ওপর ছড়িয়ে পড়েছে। ভবনটি এখনও ধসে পড়ার ঝুঁকিতে। সূত্র: রয়টার্স








