গৃহবধূকে গলা কেটে হত্যা, অন্ধ স্বামী আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : মাদারীপুরে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়ছে। এ ঘটনায় নিহতের দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাত ৩টার দিকে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে স্ত্রী রোকেয়া, তার দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া এবং অন্ধ স্বামী আবুল হোসেন পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেন তার স্ত্রীকে জবাই করে হত্যা করেন- একথা আবুল নিজেই স্বীকার করেছেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মেয়ে ও পুত্রবধূরা জানান, আবুল হোসেন মৃধার দুই বিয়ে। প্রায় ২-৩ বছর যাবত তিনি মানসিক রোগে ভুগছেন বলে দাবি পরিবারের সদস্যদের। তিনি পাগলের মতো আচরণ করে আসছিলেন। হত্যার বিষয়টি তিনি নিজ মুখেই স্বীকার করেছেন। তবে আমরা হত্যা করতে দেখিনি। তেমন কোনো ঝগড়াও হয়নি বলে জানান তারা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন: শিরীন সুলতানা

» গৃহবধূকে গলা কেটে হত্যা, অন্ধ স্বামী আটক

» ‘আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করে’

» বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

» দ্বিতীয় দিনেও রাজধানীর ৩ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

» অর্জুন আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ: মালাইকা

» প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

» ইসলামী আন্দোলন নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য না করার আহবান জামায়াত আমিরের

» এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২

» স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে করা মামলা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গৃহবধূকে গলা কেটে হত্যা, অন্ধ স্বামী আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : মাদারীপুরে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়ছে। এ ঘটনায় নিহতের দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাত ৩টার দিকে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে স্ত্রী রোকেয়া, তার দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া এবং অন্ধ স্বামী আবুল হোসেন পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেন তার স্ত্রীকে জবাই করে হত্যা করেন- একথা আবুল নিজেই স্বীকার করেছেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মেয়ে ও পুত্রবধূরা জানান, আবুল হোসেন মৃধার দুই বিয়ে। প্রায় ২-৩ বছর যাবত তিনি মানসিক রোগে ভুগছেন বলে দাবি পরিবারের সদস্যদের। তিনি পাগলের মতো আচরণ করে আসছিলেন। হত্যার বিষয়টি তিনি নিজ মুখেই স্বীকার করেছেন। তবে আমরা হত্যা করতে দেখিনি। তেমন কোনো ঝগড়াও হয়নি বলে জানান তারা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com