ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাইবান্ধায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিউল ইসলাম সুমনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার শফিউল ইসলাম সুমন গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।
বুধবার দিবাগত রাতে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে এদিন দুপুরে নারায়ণপুরের বাকির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল সদর উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালান করে। এসময় ওই এলাকার বাকির মোড়ের এক মুদির দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শফিউল ইসলাম সুমন চট্রগ্রাম দায়রা জজ আদালতে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত আসামি। সেই থেকে শফিউল পলাতক ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।








