ইসির নির্বাচন স্থগিতের ঘোষণায় শাবিতে বিক্ষোভ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল। বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে তারা জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিবির-সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ ২৮ বছর ধরে স্থগিত। এখন জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে আবারও নির্বাচন বন্ধ করা হচ্ছে। আমরা শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধিত্ব চাই, এটা আমাদের মৌলিক অধিকার। এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। সঠিক
সিদ্ধান্ত নিয়েই আমরা বাসায় ফিরব।

শিক্ষার্থীদের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে বিক্ষোভস্থলে হাজির হন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মুকাদ্দেছ। এ সময় তিনি বলেন, আমরা আজ কয়েকটি মিডিয়ার সূত্রে জানতে পেরেছি যে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু আমাদের কাছে এখনো কোনো অফিশিয়াল চিঠি আসেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জানাব।

তিনি আরও বলেন, আমরা শাকসু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চাই যথাসময়ে নির্বাচন দিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পিস্তল-ম্যাগাজিনসহ বিদেশি মদ জব্দ

» মানবতাবিরোধী অপরাধ : ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ

» পরীমণির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

» মাটির নিচে মিলল গুলি-ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল

» এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

» ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম

» দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

» ইসির নির্বাচন স্থগিতের ঘোষণায় শাবিতে বিক্ষোভ

» রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি

» কেমন হওয়া উচিত সকালের নাস্তা?

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসির নির্বাচন স্থগিতের ঘোষণায় শাবিতে বিক্ষোভ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল। বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে তারা জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিবির-সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ ২৮ বছর ধরে স্থগিত। এখন জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে আবারও নির্বাচন বন্ধ করা হচ্ছে। আমরা শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধিত্ব চাই, এটা আমাদের মৌলিক অধিকার। এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। সঠিক
সিদ্ধান্ত নিয়েই আমরা বাসায় ফিরব।

শিক্ষার্থীদের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে বিক্ষোভস্থলে হাজির হন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মুকাদ্দেছ। এ সময় তিনি বলেন, আমরা আজ কয়েকটি মিডিয়ার সূত্রে জানতে পেরেছি যে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু আমাদের কাছে এখনো কোনো অফিশিয়াল চিঠি আসেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জানাব।

তিনি আরও বলেন, আমরা শাকসু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চাই যথাসময়ে নির্বাচন দিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com