সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার গোয়ালীমান্দা এলাকা থেকে হাসান (৩৭) নামে একজনকে ৬০০ শত ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার সময় উপজেলার কাড়পাশা চান খাঁ এর বাড়ির উত্তর পাশে হলদিয়ার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে আটক করা হয়। আটক হাসান বরগুনা জেলার করইতলা এলাকার নুর মিয়া আকন্দের ছেলে। সে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার ভাড়াটিয়া।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, লৌহজং থানার এসআই (নি:) রাজিব, এএসআই (নি:) মনির ও সঙ্গীয় ফোর্সসহ লৌহজং থানাধীন কাড়পাশা চান খাঁ এর বাড়ির উত্তর পাশে হলদিয়ার গোয়ালীমান্দ্রা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটক হাসানের পরিহিত জ্যাকেটের পকেটে তিনটি পলি ব্যাগে ৬০০ (ছয় শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আসামী গ্রেফতার করে। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








