ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মমিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৬ নম্বর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে শাহ রাহাত আলী মাজারের উত্তর পাশে পারভেজ মিয়ার বিল্ডিংয়ের সামনের গলি রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তোতা মিয়ার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।








