সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে বর্ষসেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের (বেস্ট মিডল ইস্ট প্লেয়ার) পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরস্কার গ্রহণের পর ৯৫৬ গোলের মালিক পর্তুগিজ মহাতারকা এক হাজার গোলের মাইলফলকে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। করিম বেনজেমা ও রিয়াদ মাহরেজদের পেছনে ফেলে পুরস্কার জিতে রোনালদো বলেন, গোল করে যাওয়া, আরও ট্রফি জেতা এবং নতুন ব্যক্তিগত লক্ষ্য অর্জনই তার প্রধান উদ্দেশ্য।
একই আয়োজনে বছরের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উসমান দেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিতে তিনি এই সম্মান পান। এর আগে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে ২০২৫ সালকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বছরে পরিণত করেন ফরাসি তারকা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফুটবলের সেরাদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে শীর্ষ আলোচনায় ছিলেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৫ গোল করে তিনি পিএসজিকে লিগ ওয়ান, ফরাসি কাপসহ মোট ছয়টি ট্রফি এনে দেন। এই বিভাগে তিনি কিলিয়ান এমবাপে, রাফিনহা ও লামিন ইয়ামালকে পেছনে ফেলেন।
তবে বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা লামিন ইয়ামালও নজর কাড়েন দুটি পুরস্কার জিতে। তিনি ‘সেরা ফরোয়ার্ড’ নির্বাচিত হওয়ার পাশাপাশি বল পায়ে অসাধারণ দক্ষতা ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড অর্জন করেন।
২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডসের অন্যান্য বিজয়ীরা:
সেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি)
সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)
সেরা ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)
সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
মিডল ইস্ট সেরা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর)
সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)








