সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নতুন আসরের। দেশি ও বিদেশি তারকায় ভরপুর এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে বেশ কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ লক্ষ্যে খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
বিসিবির মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের মূল দায়িত্ব হলো মাঠের খেলা সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করা। নিরাপত্তার বিষয়ে আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনা ও সহযোগিতা অনুযায়ী কাজ করছি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এজন্য সবকিছু আমরা গভীরভাবে নজরে রাখছি।’
সিলেট পর্ব শেষ হওয়ার পর বিপিএলের দ্বিতীয় ধাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা চট্টগ্রামে। সূচি অনুযায়ী সেখানে ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত খেলা চলবে। এরপর ফাইনালসহ টুর্নামেন্টের বাকি অংশ ঢাকায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে গুঞ্জন রয়েছে, পুরো টুর্নামেন্টই চট্টগ্রামে শেষ হতে পারে। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘ঢাকায় না ফিরে চট্টগ্রাম পর্বেই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভা প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমাদের অগ্রাধিকার হচ্ছে মাঠের খেলাকে নির্বিঘ্ন রাখা। নিরাপত্তা ইস্যুতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলছি। পরিস্থিতি অনুযায়ী তাদের পরামর্শ অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সবকিছু আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।’








