ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫: অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সিরাজগঞ্জে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতের সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)–এর আওতায় এ সক্ষমতা উন্নয়ন কর্মসূচিটি গ্রহণ করে। উদ্যোগটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিরাজগঞ্জের একটি হোটেলে ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’–এর দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ২৫ জন অংশগ্রহণকারী উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্মপরিচালক ও উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) মো. আয়ুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড অব স্মল বিজনেস (নর্থ) বিপ্লব কুমার বিশ্বাস।
এছাড়াও ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স এস এম আলমগীর হোসেন, হেড অব স্মল বিজনেস (সাউথ), কটেজ অ্যান্ড মাইক্রো বিজনেস মো. নজরুল ইসলাম এবং হেড অব স্মল (ইস্ট), লায়াবিলিটি অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মাহবুবুর রহমান।
ব্র্যাক ব্যাংক সিরাজগঞ্জ শহরে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে, যেখানে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞ রিসোর্স পারসনরা অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণটির লক্ষ্য ছিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক ও ব্যবস্থাপনাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের উদ্যোগকে টেকসই ও বিস্তৃত করে তোলা।
এই কর্মসূচিটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)–এর অর্থায়নে পরিচালিত, যা বাস্তবায়ন করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন এসআইসিআইপি প্রকল্প। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।
উদ্যোগটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘একটি এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক শুধু অর্থায়নেই সীমাবদ্ধ নয়; আমরা উদ্যোক্তাদের প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা দিয়ে তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সক্ষম করে তোলার ওপরও গুরুত্ব দিই। এই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিটি তৃণমূল পর্যায়ের উদ্যোক্তা উন্নয়নের ব্যাপারে আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের এই উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। দেশের এসএমই উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণে আর্থিক সহায়তা অব্যাহত রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’








