সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবিবির সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ সকাল সাড়ে ৬ টার দিকে কিরণগঞ্জ সীমান্তের ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মোবাইলগুলো জব্দ করা হয়। বিষষটি সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের মেইন পিলার ১৭৮/২এস হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছিয়াত্তর বিঘা এলাকার একটি আমবাগানে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় মালিকবিহীন একটি বস্তা থেকে ভারতীয় অবৈধ ২৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়া হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।








