ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মহাখালী টিভি গেটের পাশে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নাজিমুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খাঁনপুর আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর নাখালপাড়ায় থাকেন।
নাজিমুদ্দিনের ছোটভাই আজিমউদ্দিন জানান, মহাখালীতে একটি নার্সিং ইনস্টিটিউটের নির্মাণ কাজ চলছে। নাজিমুদ্দিন সেখানকার সাইট ম্যানেজার। বিকেলে ৮/১০ জন মাক্স পরিহিত অবস্থায় এসে নাজিমুদ্দিনকে মারধর করে। এরপর যাওয়ার সময় গুলি করে চলে যায়। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত নাজিমুদ্দিন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।








