সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ দুপুর ২টায়। কিন্তু সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঢল নামতে শুরু করে মানুষের। এরই মধ্যে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।
শনিবার দুপুর ২টায় হাদির জানাজার সময় নির্ধারিত রয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয় মানিক মিয়া এভিনিউ। এখনও আসছেন হাজারও শুভানুধ্যায়ী।
মিছিল নিয়ে প্রবেশ করছেন অনেকেই। সবার মুখেই স্লোগান— ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ও ‘তুমি কে আমি কে, হাদি হাদি’।
ওসমান হাদির জানাজায় অংশ নিতে সাভার থেকে এসেছেন রজিবুল ইসলাম। তিনি জানান, বিপ্লবী ছাত্রনেতা হাদির জানাজায় অংশ নিতে সকালেই ঢাকা এসেছি। আমরা হাদির মতো দেশপ্রেমিক হয়ে মরতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।
আরও কথা হয় জানাজায় অংশ নিতে আসা মিরপুরের বাসিন্দা সেজান মাহমুদের সঙ্গে। তিনি বলেন, হাদি সব সময় ইনসাফের কথা বলতেন। তিনি যেভাবে দেশপ্রেমকে ধারণ করতেন, আমাদের তরুণ সমাজেরও উচিৎ দেশটাকে সেভাবেই ভালোবাসা। ওসমান হাদি বাংলাদেশের জন্য ক্ষণজন্মা নক্ষত্র, আমরা হাদির রুহের মাগফিরাত কামনা করি।
এদিকে, সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরইমধ্যে বিভিন্ন জায়গা থেকে জানাজায় অংশ নিতে ওই এলাকায় আসতে শুরু করেছেন অনেকে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে। পরে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে।








