সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কিছু যাত্রীর অসতর্কতায় সকাল থেকে দুই দফায় বন্ধ ছিল মেট্রো চলাচল। এতে করে সকালে অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। বিশেষ করে অনেক পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়তে হয়। আজ শনিবার দুপুর পৌনে ১টা পর্যন্ত দুই দফায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা (উপ-সচিব মর্যাদা) নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মেট্রোরেলে ওঠার সময় এক যাত্রীর ব্যাগ আটকে যাওয়ায় সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। দ্বিতীয় দফায় দুপুর ১২টা ২৭ মিনিটে সচিবালয় স্টেশনে মেট্রোরেলের বিদ্যুৎ লাইনের ওপর তার জাতীয় কিছু ফেলায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল।’
তবে কাজীপাড়া মেট্রো স্টেশনে আটকে পড়া এক যাত্রী বলেন, হঠাৎ করে মেট্রোরেল বন্ধ হওয়ায় প্রায় ২০ মিনিট আটকা পড়ে ছিলাম। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে।







