সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, যারা হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তাদের একটি বার্তা দিতে চাই- এক হাদিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তৈরি হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাী আমলে যারা মজলুম হয়েছেন সেই সব পক্ষ যদি জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করেন, একটু জাগ্রত করার চেষ্টা করেন তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে। বাংলাদেশ যদি বেঁচে যায় হাদিরা বেঁচে থাকবে। আমর প্রত্যাশা, হাদিকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং অস্তিত্ব রক্ষায় এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।
তিনি বলেন, আমি শপথ করতে চাই, হাদি যে চেতনাকে ধারণ করেছেন আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি তাহলে আমাদের এই প্রার্থণা, এই বক্তব্য স্বার্থক হবে। আমরা যদি এই চেতনাকে ধারণ করতে না পারি তাহলে শুধু অশ্রু ঝরবে। হাদির জন্য এমন ঐক্যের প্রয়োজন, এমন প্রতিবাদের প্রয়োজন; যেন যারা তাকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তারা যেন একটি বার্তা পায়, এক হাদিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তৈরি হবে।







