সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ঝুট গোডাউন থাকায় ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় ১২ তলাবিশিষ্ট জমেলা টাওয়ারের আগুন নেভাতে বেগ পতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ তথ্য জানান।
মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিল্ডিংটি আবাসিক এবং বাণিজ্যিক মিক্স বিল্ডিং। দোতালায় এখনো আগুনের ফুলকি রয়েছে। অন্যান্য তলায় এখনো আগুনের ধোয়া রয়েছে। ঝুট গোডাউন থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
তিনি আরও জানান, অন্যান্য ভবনে যেন আগুন ছড়াতে না পারে সে চেষ্টা চলছে। এখন পর্যন্ত সিঁড়ি দিয়ে ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে কোনো হতাহতের ঘটনা নেই। এ ছাড়া ভবনের ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি।
এর আগে, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সকাল ৫টা ৩৭ মিনিটে জমেলা টাওয়ারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।







