সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। টানা ২০টি টসে হারের পর অবশেষে ভাগ্য ফিরল ভারতের। ভিসাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। টস জেতার পর তার উচ্ছ্বাস-ঘুষি মেরে উদযাপন। এর ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
রাহুল বলেন, ‘আমরা বোলিং করব। গত রাতে এখানে অনুশীলন করেছি, কোচদের থেকে পাওয়া মত ছিল যে শিশি র থাকবে, তবে রাঁচি ও রায়পুরের মতো তাড়াতাড়ি নামেনি। আমাদের সাম্প্রতিক রেকর্ড দেখেই দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের পরিকল্পনা ছিল। তবে আমার মনে হয় শিশির এখানে ততটা প্রভাব ফেলবে না। তাছাড়া লক্ষ্য তাড়া করার ধারা বদলাতেও চাই। উইকেটটা ভালোই মনে হচ্ছে।’
সিরিজ ১-১ সমতায় থাকায় দল যেভাবে খেলছে, তাতে সন্তুষ্ট দল-এ কথাও জানালেন রাহুল।
তিনি আরও বলেন, ‘আমরা গত দুই ম্যাচে যেভাবে খেলেছি, তাতে আমি এবং দল ভীষণ খুশি। বাইরে থেকে ৩৬০ রান তাড়া করা অনেক বড় সমস্যা মনে হলেও, কন্ডিশন আর দুই দলের সমীকরণ বিবেচনায় আমরা দারুণ খেলেছি। অনেক ইতিবাচক দিক আছে-বোলিং, ব্যাটিং দুটোতেই। আলোচনা হচ্ছে একইভাবে খেলা ধরে রাখতে, প্রক্রিয়ায় ধারাবাহিক থাকতে। ফলাফল তখন নিজে থেকেই আসবে। তেমন কিছু বদলানোর নেই, কেবল ফিল্ডিংয়ে সামান্য কিছু ধারালো করতে পারলে ফল আমাদের পক্ষেই যাবে।’
এদিকে আজ ভারত একটিমাত্র পরিবর্তন এনেছে-তিলক বর্মাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর।







