ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
শনিবার সকালে সদর উপজেলার গিল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ২ বছরের জামিল এবং আড়াই বছরের জুনায়েদ।
স্থানীয়রা জানান, সকালে শিশু দুটিকে নিয়ে তাদের দাদী কালিগঙ্গা নদীর পাড়ের একটি খেলার মাঠে যান। সেখানে শিশুদের রেখে তিনি দুধ আনতে যান। ফেরার পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে দুটি শিশুর দেহ ভাসতে দেখে এক শিশু চিৎকার করে খবর দেয়। পরে দুজনকেই দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত জুনায়েদের বাবা আজগর আলী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। আর জামিলের বাবা আকবর আলী ঢাকায় একটি পানের দোকানে চাকরি করেন। দুই শিশুই তাদের বাবার একমাত্র সন্তান ছিল। এ ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান, শিশু দুটি কালিগঙ্গা নদীতে ডুবে মারা গেছে। জেলা প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।







